প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি, হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন গতকাল সোমবার স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের উদ্যোগে অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ লিপটনের পরিচালনায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সম্মুখে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হাসিনা জাফর, রিজোয়ান রাজন, সালাহউদ্দিন আহমেদ, পূর্ণিমা দাশ, প্রণব রঞ্জন চক্রবত্তী, রোকন উদ্দীন আহমেদ, অরুণ দাশ, রেখা রানী বড়ুয়া, মো. জাফর ইকবাল, সরিৎ চৌধুরী সাজু, ফারুক হোসেন, সায়েস উদ্দীন, ইটু কুমার সেন, সনাজীত দাশ, অসীম দাশ গুপ্ত, মো. ইমন সরকার, এস,এম হাসান উদ্দীন, মো. লাভলু, জেকব ডাইচ, বিজয় বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।