চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও করণীয় নির্ধারণ করতে মতবিনিময় সভা করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চট্টগ্রাম মহানগর শাখা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর শাখার সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাইমুনুর রশীদ, অর্থ সম্পাদক সাদুর রশীদ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।