স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তি শিক্ষা অত্যন্ত জরুরি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড. কুদরত ই খুদা শিক্ষা কমিশন গঠন করে বাংলাদেশকে প্রযুক্তি শিক্ষায় সমৃদ্ধ করার স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শিক্ষার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। গত বুধবার সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শিক্ষক মিলনায়তনে স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম। সভায় আরও বক্তব্য দেন, চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রেজাউল করিম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান, চটগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোসেন, বিজয় কুমার ভৌমিক, অনুপ কুমার বড়ুয়া, সহকারী অধ্যাপক ড. অজয় কুমার দত্ত, মোহাম্মদ জাকির হোসেন, সুবীর দাশ, নিরুপম মল্লিক, রুবাইয়াত ফাহিম, প্রভাষক কিরীটী দত্ত, দেলোয়ার হোসেন, বিধান দত্ত, ওয়াসিম হাসান, আলী আসগর চৌধুরী, টিটু দত্ত, অর্পণ কুমার চৌধুরী, মিজানুর রহমান, মুহিব উল্লহ, জয়দেব কর্মকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-সচিব মোহাম্মদ বেলাল হোসেন। শেষে কেক কাটেন নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধ১০ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা