বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধীরা রাজনৈতিক ফায়দার জন্য পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল যে কোনোভাবে পদ্মা সেতুর বাস্তবায়নটা ঠেকানো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপে পদ্মা সেতু হয়েছে। এর সুফল শুধু দক্ষিণাঞ্চলের মানুষ নয়; সারা দেশের মানুষ পাবে।
গত সোমবার ফটিকছড়ি উপজেলা কমপ্লেক্সের সমপ্রসারিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। প্রেস বিজ্ঞপ্তি।