স্বাধীনতা বিরোধীরাই জাতীয় চার নেতার হত্যাকারী

জেলহত্যা দিবসের সভায় বক্তারা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৪ নভেম্বর, ২০২১ at ১:১১ অপরাহ্ণ

জেলহত্যা দিবসে জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জাতীয় চার নেতা প্রমাণ করেছেন আদর্শিক রাজনীতির মৃত্যু নেই। বক্তারা বলেন, যারা দেশের উন্নয়ন-অগ্রগতি এবং স্বাধীনতা চাননি তারাই সংঘবদ্ধ হয়ে জাতীয় চার নেতাকে হত্যা করে ঘৃণিত ইতিহাস রচনা করেছেন।
মহানগর মহিলা আওয়ামী লীগ : এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিল বাসভবনে জেল হত্যা দিবসের আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মালেকা চৌধুরী, হাসিনা আকতার টুনু, শারমিন ফারুক, আঞ্জুমান আরা বেগম, আয়েশা আক্তার পান্না, শিরিন আক্তার, জেনিফার, পারভিন সুলতানা, চেমন আরা, শিরীন আক্তার শিল্পী, কান্তা ইসলাম মিনু, মেহেরুন নেছা, তপতী দাশ, আফরোজা খানম, তাহমিনা আক্তার, শাহীন ফেরদৌস, শবনম ফেরদৌস, হোসনে আরা সোমা, মুনমুন সেন প্রমুখ।
বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, জাতীয় চার নেতা স্মরণে বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা নবনির্মিত উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম। অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, আ.ন.ম.শাহাদত আলম, রশীদ আহমদ চৌধুরী, মুজিবুল হক চৌধুরী, কফিল উদ্দীন, বদরুদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম, জিল্লুল করিম শরীফি, সেলিম আকতার, ইবনে আমিন, এডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন, টুটুন চক্রবর্তী, শামসুল আলম, মোহাম্মদ হামিদ উল্লাহ, জামাল উদ্দিন, ফৌজুল কবির, আবদুল অদুদ লেদু প্রমুখ।
মহানগর যুবলীগ : যুবলীগ মহানগর শাখার উদ্যোগে ঐতিহাসিক জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গতকাল মহানগর যুবলীগ সদস্য জাবেদুল আলম সুমনের সভাপতিত্বে ও মহানগর যুবলীগ সদস্য নঈম উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আবদুল মান্নান ফেরদৌস, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মোস্তাক আহমেদ টিপু, ওয়াহিদুল আলম শিমুল, সাখাওয়াত হোসেন সাকু, খোরশেদ আলম রহমান, তানভীর আহমেদ রিংকু, জসিম উদ্দিন, জসিম উদ্দিন মিঠুন, জালাল আহমেদ দুলাল, এ.এম. এম. মহিউদ্দিন, এড. মো. কায়সার, পেয়ার মোহাম্মদ পেয়ারু, কামরুজ্জামান কামরুল, জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন আহমেদ, সাইফুল আলম রিমন, আতিকুর রহমান, মাকসুদুর রহমান মাসুদ, মো. ফরিদ, শহিদুল ইসলাম মিন্টু, ইকবাল হোসেন জিকু, শহীদুল আলম প্রমুখ।
নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ : ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবসে দোয়া মাহফিল ও আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। এ কে এম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও কৌশিক দেব বাপ্পির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আলী আকবর। বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. নুরুল কবির, মো. আলমগীর, মাবুদ সদাগর, বজল আহমদ, নটরাজ গুপ্ত, সঞ্জয় দেব, রানা দেব,মোহাম্মদ বেলাল, মো. শাহাবুদ্দিন, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ জামিল, বাবুল দাস,সুধীর দাস, সাগর, মো. আফছার, মোহাম্মদ মানিক, লিটন দাস, মোহাম্মদ মেহেদী, মোহাম্মদ আরিফ, মো. ফারুক, মো. খোকন, মো. সাগর, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ রাসেল, অঙ্কর কান্তিপাল প্রমুখ।
আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড যুবলীগ : ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার শিবলী সাদেক সোহেলের সভাপতিত্বে ও ইসলাম হোসেন রনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর এম. ইলিয়াছ সরকার। বক্তব্য রাখেন আরিফ আহমেদ সুজন, শিবলু আহমেদ জামাল, এমদাদুল হক বাকের, রবিউল হোসেন সোহাগ, হোসেন হাজারী, বাবলু, আব্দুল কাদের, নয়ন, নুর নবী খন্দকার আকাশ, সোহেল রানা, শাহাদাত, নবী, আওলাদ, ডিএম সুমন, জামাল, মামুন, পলাশ, আজম, সৌরভ হোসেন, সুজন গাজী, ইউসুফ, আলাল, মতিন, হাসান মুন্সী, মহিউদ্দিন, রাসেল রাজু, আজাদ, রহিম, আলমগীর, ইব্রাহিম, রায়হান, আশিক প্রমুখ।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন : গতকাল বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর মোমিন রোডস্থ সংগঠনের কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা লায়ন ডা. আর কে রুবেলের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক কে এম রাজীবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অনুপ পালিত রাসু, নন্দন পুরোহিত, ডা. এস এম কামরুজ্জামান, ডা. ইমতিয়াজ উদ্দিন, ডা. মুজিবুল হক চৌধুরী, মৃনাল কান্তি দাশ, গিয়াস উদ্দিন ও বাদশা মিয়া। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।
উত্তর জেলা কৃষক লীগ: কলঙ্কময় জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের উদ্যোগে ৩ নভেম্বর বুধবার বিকালে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে দোস্ত বিল্ডিং কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মূখ্য আলোচক ছিলেন জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। সংগঠনের দপ্তর সম্পাদক সেলিম সাজ্জাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল হান্নান রানা, মুহাম্মদ রেজাউল করিম চৌধুরী, ফজলুল ইসলাম ভূইয়া, তথ্য ও গবেষণা সম্পাদক এম এন কাশেম, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক রেয়াজ মুহাম্মদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, রাঙ্গুনিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আয়েশা আকতার, কার্যনির্বাহী পরিষদ সদস্য ইউনুস তালুকদার, সেকান্দর আলম চৌধুরী, অ্যাডভোকেট শফিউল আজম, মাহবুব আলম বাবুল, হাটহাজারী উপজেলা কৃষক লীগ সভাপতি দিদারুল আলম মাষ্টার প্রমুখ।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, উপজেলার কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে বুধবার জেল হত্যা দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুসুমপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মাধাই চন্দ্র নাথ। এতে প্রধান অতিথি ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল রশীদ চৌধুরী এজাজ। বক্তব্য রাখেন এম বেলাল চৌধুরী, আবু সুফিয়ান টিপু, নাছির উদ্দীন, নাছির উদ্দীন, জসিম উদ্দীন, কোরবান আলী, নুরুল ইসলাম চৌধুরী, কামাল উদ্দীন, ঈসা খান, আসহাব উদ্দীন, সফর আলী চৌধুরী, মোহাম্মদ মহসিন, শফিকুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম প্রমুখ।
মহানগর শ্রমিক লীগ : গতকা জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ, ননসিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে বিকাল ৪টায় নগরীর রীমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর। সমন্বয় পরিষদের যুগ্ম সমন্বয়ক ছাবের আহমদ’র সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবুর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সাহাবউদ্দিন, কামাল উদ্দিন বাদল, সায়মন হোসেন ভোর, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, আশীষ চৌধুরী, ফরিদ, জাফর আহমেদ, মাহবুবুর রহমান লিংকন, শাহজাহান সাজু, আবদুল মান্নান টিটু, সমীরুল ইসলাম তুহিন, আবদুল লতিফ, নুরুল ইসলাম, বাতেন মাঝি, আজগর আলী, মো: আলাউদ্দিন, মো: ইব্রাহিম, মিজানুর রহমান, মো: সোহেল, জয়নাল আবেদীন, আলী হোসেন।
জাতীয় চার নেতা পরিষদ : গতকাল ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ শ্রম সম্পাদক মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে কদম মোবারক মহল্লা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দীনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমদ, দক্ষিণ জেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, আলহাজ্ব সাহাব উদ্দীন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সৈয়দ দিদার আশরাফী, ওহিদুল আলম শিমুল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মৌলানা আইয়ুব আলী, মঞ্জুর হোসেন, মৌলানা মোঃ সোলাইমান, মোঃ সেলিম, আব্দুল্লাহ রিয়াদ, তৌহিদুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দীন, ক্যাপটেন মনছুর আলী, ও এ.এইচ.এম. কামরুজ্জামান সকল লোভ লালসার উর্ব্ধে থেকে জীবনের বিনিময়ে বঙ্গবন্ধুর নীতি আদর্শকে প্রতিষ্ঠিত করে গেছেন। আমাদেরকে তাদের পথ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সভায় জাতীয় চার নেতার রূহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ : গতকাল বুধবার রেলওয়ে স্টেশন জামে মসজিদে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজল আহমদ। এতে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফর আলী, সাবেক ছাত্রনেতা ইয়াছির আরাফাত, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্যসচিব মীরন হোসেন মিলন, যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ নওশাদ, কামাল উদ্দিন চৌধুরী, মো. আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, নুরুল আলম লেদু, শাহ আলম ভূইয়া, হারুনুর রশীদ রনি, মো. বখতেয়ার উদ্দিন, আবুল কাসেম মোল্লা, ইঞ্জি. নাজিম উদ্দিন আজমল, লোকমান হাকিম, সৈয়দ মো. জাহাঙ্গীর আলম, ইমরান মিয়া, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, জসিম হাজারী, আবু বক্কর, সদস্য মো. নুরুল আমিন, মো. ইকবাল হোসেন, মো. সোহেল সাব্বির, আবুল কালাম, আহমদ উল্লাহ কালু, গোলাম রব্বানী, রবিউল হোসেন জাহাঙ্গীর, মো. হুমায়ুন, আব্দুল মতিন রুবেল, আমির হোসেন বাচ্চু, জাকের হোসেন, মো. দেলোয়ার, মো. জাহাঙ্গীর, মো. শাহাদাত, আক্তার হোসেন মোল্লা প্রমুখ।
এম. এ. লতিফ এমপি : এম. এ. লতিফ এমপির উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নীচ তলায় আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে ৩ নভেম্বর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি এম. এ. লতিফ এমপি। ফকিরহাট শেখ আবদুল লতিফ জামে মসজিদের পেশ ইমাম রফিকুল ইসলাম দোয়া মাহফিল পরিচালনা করেন। দেবাশীষ পাল দেবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ৩৯নং ওয়ার্ড সাবেক কমিশনার মো. আসলাম, সালাউদ্দিন ইবনে আহাম্মদ, আব্দুল আজিজ মোল্লা, ফরিদ নেওয়াজ, ফরিদ কন্ট্রাক্টর, নায়েবুল ইসলাম ফটিক। উপস্থিত ছিলেন আলী বঙ, গোলাম মোহাম্মদ জোবায়ের, ওয়ারিশ আলী খান, মো. আলী, মঈনউদ্দিন হাসান, কামাল উদ্দিন, এজাহার মিয়া, আবদুল মতিন মাস্টার, আব্দুল মান্নান চৌধুরী, মোক্তার হোসেন, আব্দুল শুক্কুর, ইকবাল আল নুরী, নেছার মিয়া আজিজ, জাহেদ আলী, শাকির, সিরাজুল ইসলাম শাকিল, কামাল উদ্দিন চৌধুরী, রাশেদ জোবাইরী, সুফিউর রহমান টিপু, মহিউদ্দিন দুলাল, মঈনুল ইসলাম, জামাল উদ্দিন রাজু, মো. ওয়াহিদ, নজরুল ইসলাম, সালাউদ্দিন প্রমুখ।
৪২নং নাসিরাবাদ ওয়ার্ড : জেল হত্যা দিবস উপলক্ষে নগর যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো. জাবেদ হোসেন খাঁনের উদ্যোগে ৪২নং নাসিরাবাদ ওয়ার্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার জন্য দোয়া-মোনাজাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এম এ আজিজ, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আলী, নগর যুবলীগ নেতা আল মাসুদ চৌধুরী হিরু, আব্দুল মান্নান, মহিউদ্দিন শাহীন, মনির হোসেন জাহাঙ্গীর, মো. জসিম, শ্রমিক লীগ নেতা মো. খোকন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম দুলাল, শেখ শাহীন, মো. সাগর, মো. রশিদ, মো. মিজানুর রহমান চৌধুরী, রাজু দেবনাথ, ইঞ্জি. জাবেদ হোসেন রাজু, যুবনেতা মো. বাবুল, মো. মাহী, রাকিব, রাসেলসহ ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ।
মৎস্যজীবী লীগ : মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগর আয়োজিত জাতীয় চার নেতা জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা নতুন ফিশারিঘাট অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্যজীবী লীগ মহানগরের আহ্বায়ক আমিনুল হক (বাবুল সরকার)। সদস্য সচিব এম এ মোতালেব তালুকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ গফফর কুতুবী, কাউসারুজ্জামান, জয়নাল আবেদীন, সেলিম উল্ল্যাহ, আনছার হোসেন, প্রবীর দাশ। এছাড়া উপস্থিত ছিলেন নগর সদস্য শামসুল আলম, আবুল বশর, নুুরুল আমিন, কোতোয়ালী থানার আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব সাইফুদ্দীন রাসেল, বাকলিয়ার আহ্বায়ক সেলিম উদ্দিন, সদস্য সচিব মহিউদ্দিন তারেক, সুজিত দাশ, আব্দুর নুর টিপু, মো. নাছির উদ্দিন, মো. জসিম, মো. হাবিব, মো. ইলিয়াছ, মো. সোহেল, মো. জসিম, মো. সুমন প্রমুখ।
আমরা রাসেল পরিষদ : পূর্বনাসিবাদ যুবলীগ, ছাত্রলীগ ও আমরা রাসেল পরিষদ শুলকবহর ওয়ার্ডের যৌথ উদ্যোগে গতকাল নাসিরাবাদে বুধবার জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার। মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহেদ হোসেন টিটুর সভাপতিত্বে ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম ও আমরা রাসেল পরিষদ শুলকবহর ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনের পরিচালায় সভায় প্রধান বক্তা ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ মোহসীন। বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহেদুল আলম অপু, মহানগর যুবলীগ নেতা মো হাজী নাসির উদ্দিন। আরো বক্তব্য রাখেন-খুলশী থানা যুবলীগ নেতা মো. জিয়াউর রহমান, মো. জিয়াউল হক জনি, মো. আরমান হোসেন, খুলশী থানা ছাত্রলীগ নেতা মো. মোজাম্মেল হোসেন, পূর্বনাসিরাবাদ ছাত্রলীগ নেতা মো. আলাউদ্দিন নয়ন, মো. সায়মন সরোয়ার, মো. সাইফুল ইসলাম প্রমুখ।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ ঃ স্বেচ্ছাসেবকলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আনোয়ারল ইসলাম বাপ্পী, সম্মেলন প্রস্তুতি কমিটি ২০২১ আপ্যায়ন উপ-পরিষদের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দীন, মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক আবদুর রশিদ লোকমান, অর্থ উপ-পরিষদের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন, গণসংযোগ উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু তাহের, মিডিয়া উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক সুমন কান্তি নাথ, অভ্যর্থনা উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ মকসুদ আলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচবির নিজস্ব সফটওয়্যারেই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
পরবর্তী নিবন্ধঅস্ত্র আইনে যুবকের ১৫ বছরের কারাদণ্ড