স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে হবে : ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। একটি বিশেষ মহলের ইন্ধনে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে। এরা সংবিধানের বাইরে অনির্বাচিত সরকারের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের সেই স্বপ্ন কখনো সফল হবেনা। দেশের আপামর জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃৃত্বে বিশ্বাসী। ইনশাল্লাহ আগামী নির্বাচনেও দেশের জনগণ বিপুল ভোটে বাংলাদেশ আওয়ামীলীগকে নির্বাচিত করে শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আস্থার প্রতিফলন ঘটাবে।

স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকাস্থ ভূমিমন্ত্রীর কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক রহিমের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম আলমগীর চৌধুরী, ভূমি মন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, নুরুল আবছার তালুকদার, তৌহিদুল ইসলাম রহমানী, মোস্তাক আহমদ টিপু, আবুল মনছুর চৌধুরী, আনোয়ার হোসেন, মোহাম্মদ আল জাকির, রফিক আহমদ, মিহির লাল, আবু বক্কর, নাজিম উদ্দীন, মুমিনুল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনাফ নদীতে বড়শিতে উঠল ২৫ কেজির কোরাল মাছ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা