বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা জামাল খানস্থ প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলানায়তনে বিএসপি চট্টগ্রাম জেলার সভাপতি এস এম সাহাব উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহ্জাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। তিনি বলেন, স্বাধীনতার ৫১ বছর পরে এসে আর্থ–সামাজিকসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও উন্নয়নশীল দেশগুলোর রোল মডেল।
দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সমগ্র জাতিকে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশে স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো সক্রিয়। এই অপশক্তি আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেকোন মুহূর্তে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে মানুষের জান মালের ক্ষতি করতে পারে। যেকোনো মূল্যে এদের প্রতিহত করে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির কো–চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আজাদ দোভাষ, অতিরিক্ত মহাসচিব মাওলানা মুফতি বাকী বিল্লাহ আযহারী, চট্টগ্রাম জেলা সহসভাপতি শামসুল আলম সানজরী।
প্রধান বক্তা ছিলেন বিএসপি চট্টগ্রাম জেলা সাধারন সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া। মুফতি মাকসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএসপি জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।











