স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর

| শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ১০:০২ পূর্বাহ্ণ

লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিক বদরুদ্দীন উমরসহ আট বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। তবে এই পুরস্কার নেবেন না বলে বিবৃতি দিয়ে জানিয়েছেন বদরুদ্দীন উমর। পুরস্কার না নেওয়া সংক্রান্ত বিবৃতিটি গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠিয়েছেন তার দল জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। বদরুদ্দীন উমর জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি।

বিবৃতিতে বদরুদ্দীন উমর বলেন, ১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি সেগুলোর কোনোটি গ্রহণ করিনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে। এ জন্য তাদের ধন্যবাদ। কিন্তু তাদের দেওয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেস বিবৃতির মাধ্যমে আমি এটা জানিয়ে দিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধঅক্সিজেনে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধজুলাই হত্যাকাণ্ডের মামলা আইসিসিতে প্রেরণের আহ্বান টবি ক্যাডম্যানের