চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। র্যালিটি বিকাল ৪টায় নগরীর সিটি গেইট চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অলংকার মোড় সংলগ্ন পথসভার মাধ্যমে শেষ হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, পাহাড়তলি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আসলাম হোসেন, আকবর শাহ থানা আওয়ামী লীগের কাজী আলতাব হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীস নাথ দেবু, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মো. ইউনুছ, ছাত্রনেতা নাজমুল হাসান, জাবেদ, হাবিবুর রহমান রিপন, শাখাওয়াত হোসেন স্বপন, আবু বক্কর চৌধুরী, সাইফুর রহমান রাজু, আলমগীর আলো, জিয়া উদ্দিন লাভলু, ইমাম উদ্দিন বাহাদুর, আবু তৈয়ব প্রমুখ।