মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ শনিবার চট্টগ্রামের মিরসরাইতে অনুষ্ঠিত হবে ‘জয় বাংলা এমটিবি চ্যাম্পিয়নশিপ’। এফ এন এফ রাইডার্স চিটাগাং এর উদ্যোগে এবং বাংলাদেশ সাইকেল ফেডারেশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এই সাইকেল রেস অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৭টায় মিরসরাই নারায়ন হাট লিংক রোড থেকে রেস শুরু হয়ে চানপুর পর্যন্ত যাবে। সেখান থেকে ইউটার্ন নিয়ে মোট আপহিল, ডাউনহিল ও অফরোড মিলে মোট ৩৬ কিলোমিটারের রেসটি শেষ হবে। এতে সারাদেশ থেকে অংশ নিচ্ছে মোট ১০০ প্রতিযোগী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল, বাংলাদেশ সাইকেল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার জেনারেল সেক্রেটারি শর্মিষ্ঠা রায়। প্রেস বিজ্ঞপ্তি।