মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৮ মার্চ জিপিএইচ ইস্পাত তাদের কর্মকর্তাদের সন্তানদের জন্য সীতাকুন্ডস্থ কুমিরা প্লান্টে ‘ভবিষ্যত বাংলাদেশ ’ শীর্ষক এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন চবি চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক শিল্পী অধ্যাপক শায়লা শারমিন। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে দূষণমুক্ত ও সবুজ বাংলাদেশ। তাছাড়া অর্থনৈতিকভাবে টেকসই বাংলাদেশই আমাদের আগামীর স্বপ্ন।অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (গ্রুপ) আবু বকর সিদ্দীক, নির্বাহী পরিচালক (প্ল্যান্ট) ইঞ্জিনিয়ার মাদানী এম ইমতিয়াজ হোসেন, এ্যাডভাইজা অভীক ওসমান, আমিরুল ইসলাম, সাদমান সাইকা শেফা, হেড অব প্ল্যান্ট অপারেশন্স মাদুলুরি শ্রীনিবাসা রাও এবং চিফ পিপল অফিসার শারমিন সুলতানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।