স্বাধীনতা কাপ ফুটবলে আবাহনীর শুভসূচনা

| মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:৫৩ পূর্বাহ্ণ

স্বাধীনতা কাপে নিজেদের প্রথম ম্যাচে নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারিয়ে শুভসূচনা করলো আবাহনী লিমিটেড। শুরুর দিকে ছন্দবিহীন খেলা খেললেও শেষদিকে এসে মোড় ঘুরে যায় দলটির। দারুণ খেলে ২-১ ব্যবধানে জয় পায় আবাহনী।
সোমবার খেলার ২৯তম মিনিটে রয়েলের গোলে এগিয়ে যায় আবাহনী। নুরুল নাঈম ফয়সালের ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডার সিয়ামাক কোরেশির হেড থেকে ছুটে আসার পর হেডেই গোলপোস্ট খুঁজে নেন আবাহনীর এই ফরোয়ার্ড। ৭৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দি সিলভা। প্রতিপক্ষের ভুল পাস থেকে বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। শেষ মিনিটে গোল করে স্বাধীনতা ক্রীড়া সংঘের ব্যবধান কমান মাভলোনোভ। ফ্রি-কিক থেকে বল পেয়ে দারুণ শটে জাল খুঁজে নেন তিনি। এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী।

পূর্ববর্তী নিবন্ধহারার আগে হাল ছাড়ছেন না ডমিঙ্গো
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩৬.৭৫ কোটি টাকা