চান্দগাঁও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চত্বরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালন অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা গত ২১ ডিসেম্বর স্বাধীনতা পার্কের আহসানুল্লাহ মঞ্জিল মিলনায়তনে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। সভায় তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি সত্যিই আমাদের জন্য গৌরবের।
বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, এস এম ঈসা, নুর মোহাম্মদ নুরু, অ্যাডভোকেট আইয়ুব খান, জামাল উদ্দিন, আবদুস শাকুর ফারুকী, জসিম উদ্দিন, খালেদ মাসুদ খান, কাউন্সিলর আশরাফুল ইসলাম, কাউন্সিলর শফিকুল ইসলাম, কাউন্সিলর কাজী নুরুর আমিন মামুন, আবদুর রহিম, রুহুল আমিন, আবদুল মালেক, জসিম উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, আবদুল্লাহ আল মামুন, আবু সাদাত মোহাম্মদ সায়েম, হোসনে আরা পারু, অ্যাডভোকেট সরুয ভট্টাচার্য প্রমুখ। উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর চান্দগাঁও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চত্বরে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রেস বিজ্ঞপ্তি।











