প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিংকে হারিয়ে স্বস্তির জয় তুলে নিয়েছে আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার ২-০ গোলে জিতেছে আবাহনী। রাফায়েল অগাস্তো সান্তোস দা সিলভা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কেরভেন্স ফিলস বেলফোর্ট। নয় ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। তৃতীয় হারের স্বাদ পাওয়া সাইফ স্পোর্টিং ১৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। ৫৩তম মিনিটে গোল পায় আবাহনীর। বাঁ দিক থেকে রায়হান হাসানের লম্বা থ্রো ইনে সিলভা হেডে জাল খুঁজে নেন। ৬৫ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা জুয়েলের ক্রস বেলফোর্ট প্রথম প্রচেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে জোরালো সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন।
দিনের অন্য ম্যাচে কুমিল্লায় আরামবাগ ক্রীড়া সংঘকে ৬-১ গোলে উড়িয়ে দেয় বসুন্ধরা কিংস। নয় ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা।