রিপ্লেসম্যান্ট প্রক্রিয়ায় মেট্রোতে জনপ্রিয় ব্র্যান্ড বাজাজ সিএনজি অটোরিক্সাতে গ্রাহকদের ঋণ সুবিধার জন্য উত্তরা মোটরস লিমিটেডের অন্যতম ডিলার রাজা মিয়া এন্ড সন্সের সাথে গতকাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কদমতলী শাখার দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের অপারেশন ম্যানেজার তৌহিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা মোটরসের শাখা প্রধান শফিউর রহমান, সেলসের মাহমুদুল হাসান, ব্যাংকের ক্রেডিট ইনচার্জ এমদাদ হোসেন, ফরেন ইনচার্জ জাহাঙ্গীর আলম, ব্যাংক কর্মকর্তা আবু ওবায়েদ, শওকত ইসরাত, নোমান সিদ্দিক, ময়নুল করিম, রুপমচন্দ্র পাল, মোরাদ্দোজামান চৌধুরী, সাজিয়া তারেক, সৈয়দ হাসান মাহমুদ, আরিফ মঈনউদ্দীন, শরিফুল ইসলাম, রাজা মিয়া এন্ড সন্সের প্রতিষ্ঠাতা রাজা মিয়া কোম্পানি, আহামদ হিরো, মুহাম্মদ আবদুল হাই ও ব্যাংক কিস্তির প্রথম গ্রাহক শাহানা বেগম।
এ সসময় ব্যবস্থাপক বোরহান উদ্দীন চৌধুরী বলেন, গ্রাহক রাজা মিয়া এন্ড সন্সের স্বত্বাধিকারী নিজাম উদ্দীনের আবেদনের প্রেক্ষিতে এই প্রথম স্বল্প সুদে সর্বনিম্ন ডাউনপেমেন্টে আর্থিক অসচ্ছল কোম্পানি ও ড্রাইভারদের জন্য আমরা এই ঋণ সুবিধা দিচ্ছি। স্বত্বাধিকারী নিজাম উদ্দীন বলেন, করোনাকালীন এই দুঃসময়ে আমরা উভয়ে জনপ্রিয় ব্র্যান্ড, বাজাজ জঊ সিএনজি ক্রয়ের জন্য ৫০০ জন কোম্পানির ব্যাংক ঋণ ও বিনিয়োগের ব্যবস্থা রেখেছি যাতে গতবারের মতো টাকার কারণে নিম্নমানের গাড়ি ক্রয় করে আর্থিক ক্ষতিগ্রস্ত না হয়। প্রেস বিজ্ঞপ্তি।