স্বর্ণ ব্যবসায়ী সুমন সাহার হত্যকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

| শনিবার , ২ ডিসেম্বর, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী শ্যামল সাহার পুত্র সুমন সাহাকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনচট্টগ্রামের উদ্যোগে নগরীর কেসিদে রোডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনচট্টগ্রামের সভাপতি মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণব সাহার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, স্বর্ণ ব্যবসায়ী সুমন সাহার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে করে সুমন সাহার মতো আর কোন ব্যবসায়ী সন্ত্রাসীর হাতে বীভৎস হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। বক্তারা বিচারহীনতার কারণে এর আগেও স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডের সম্পৃক্ত আসামিরা পার পেয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন সুমন সাহার মা লিপি সাহা, বোন তনু সাহা, বাজুস চট্টগ্রামের সহসভাপতি সুধীর রঞ্জন বণিক, দিলীপ ধর, লিটন কান্তি ধর, যীশু ধর, কাজল বণিক, খোকন ধর, প্রদীপ গুহ, শাহাজান সিদ্দিকী লিটন, হিরন্ময় ধর, প্রকৌশলী অমিত ধর, শম্ভু ধর, মিননাথ ধর, প্রতাপ ধর, বাবলা ধর, রাজীব ধর তমাল, তপন ধর, বরুণ হাজারী, বাজুস’র সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ধর, দেবব্রত ধর দেবু, কৃষ্ণ বণিক, সুজিত কর্মকার, বিধান ধর, নারায়ণ কর্মকার প্রমুখ। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন জুয়েলারি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে হত্যাকাণ্ডের বিচার চেয়ে নেতৃবৃন্দরা মিছিল সহকারে চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে স্মারকলিপি প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সভা
পরবর্তী নিবন্ধবিষপানে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা