স্বর্ণ গুঁড়ো করে এনেও রক্ষা হলো না

শাহ আমানতে আধা কেজিসহ ধরা যাত্রী

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ মার্চ, ২০২৪ at ৪:২৫ পূর্বাহ্ণ

অভিনব কায়দায় স্বর্ণ আনার পরও পার পেলেন না তিনি। স্বর্ণ গুঁড়ো করে পাউডার বানিয়ে টেপ দিয়ে মুড়িয়ে ব্যাগেজের তলায় রাখা হয়েছিল। তার ধারণা ছিল, এতে স্বর্ণ পার পেয়ে যাবে। কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত স্বর্ণের চালানটি ধরা পড়ল বিমানবন্দর এনএসআই টিমের হাতে। গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে মোহাম্মদ নেজাম উদ্দীন নামে এক যাত্রী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি শারজাহ থেকে চট্টগ্রাম আসেন। কিন্তু তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিমানবন্দরের এনএসআই টিম তাকে জিজ্ঞাসাবাদ করে। শুরুতে তিনি অস্বীকার করলেও পরে তার ব্যাগের ভেতর থেকে অভিনব কায়দায় আনা প্রায় আধা কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। তার লাগেজে ছিল ২৩৫ গ্রাম নিখাঁদ স্বর্ণের গুঁড়ো (২৪ ক্যারেট)। যেগুলো পাউডারের মতো করে ট্যাপ দিয়ে মুড়িয়ে লাগেজের ভিতরে রাখা হয়েছিল। এছাড়া ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) এবং ১টি স্বর্ণবারসহ (২৪ ক্যারেট, ১১৬.৫ গ্রাম) মোট ৪৫১ গ্রাম বা প্রায় আধা কেজি স্বর্ণ এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৩৯ লক্ষ ৮৫ হাজার ৪২০ টাকা।

বোয়ালখালীর মোহাম্মদ নেজাম উদ্দিন নামের ওই যাত্রী ফ্রিকুয়েন্টলি ব্যাগেজ পার্টির মালামাল পরিবহন করেন। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে। উক্ত যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতুচ্ছ ঘটনায় দোহাজারী রণক্ষেত্র
পরবর্তী নিবন্ধচকরিয়া পৌরসভা আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা