স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি গত শুক্রবার ঢাকা ফার্ম গেটস্থ বায়তুশ শরফ কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এ সময় বায়তুশ শরফের পীর আল্লামা আবদুল হাই নদভী স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।
কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও আবদুল হাই নদভী একান্ত বৈঠকে মিলিত হন। বায়তুশ শরফের পীর আবদুল হাই নদভী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি’কে বায়তুশ শরফের সামগ্রিক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বায়তুশ শরফ শুধুমাত্র মসজিদ ভিত্তিক একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান নয়; ধর্মীয় শিক্ষা দান, জ্ঞান-বিজ্ঞানের অনুশীলন এবং মানবতার কল্যাণে নিবেদিত একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান। এ সময় বায়তুশ শরফের পীর তাঁর লিখিত বিশটি গ্রন্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে উপহার দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বায়তুশ শরফের উন্নয়নে এক লক্ষ টাকার অনুদান দেন এবং ভবিষ্যতে বায়তুশ শরফে উন্নয়নে এবং মানবসেবামূলক কর্মকাণ্ডে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন আবদুল মালেক মোল্লা, কাজী আমিনুল হক, প্রফেসর শফিউর রহমান, মুহাম্মদ আবদুল কাইয়ুম, মাওলানা জাফর আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।