লকডাউনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়ি ঘুরে এলেন হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাবুনগরীকে একটি গাড়িতে চড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাড়িতে ঢুকতে দেখা যায়। রাত সাড়ে ১০টার দিকে তিনি একই গাড়িতে বেরিয়ে আসেন। বাবুনগরীর সঙ্গে হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীও ছিলেন। ঢোকার সময় কিংবা বের হওয়ার সময় সাংবাদিকরা কথা বলতে চাইলে তারা কোনো কথা বলেননি। খবর বিডিনিউজের।
কী কারণে বাবুনগরী ও জিহাদি দেখা করতে গেলেন, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফেও কেউ কিছু বলেনি। এর আগে গত ৪ মে নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে হেফাজতের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তখন তারা সামপ্রতিক সহিংসতার মামলায় দেশজুড়ে গ্রেপ্তার হওয়া হেফাজত নেতাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এর আগে ১৯ এপ্রিলও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন হেফাজতের নেতারা।