স্বরলিপির স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা

| বুধবার , ১ জুন, ২০২২ at ৯:১৩ পূর্বাহ্ণ

 

স্বরলিপি সাংস্কৃতিক ফোরামের ২৯ বছর পূর্তি উপলক্ষে গত ২৭ মে কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয়ে স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৪টি বিভাগে অনুষ্ঠিত ১১টি বিষয়ে মোট প্রতিযোগী ছিল ৫৮৫ জন। পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেন ১০৫ জন। খ বিভাগে তিনটি বিষয়ে প্রথম স্থান অর্জন ও ঘ বিভাগে চারটি বিষয়ে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক পাবে যথাক্রমে মনস্বিতা চৌধুরী ও রিমি সিনহা। বিচারক ছিলেন আব্দুর রহিম, কল্পনা লালা, রিতা দস্তিদার, শিখা বড়ুয়া,আইরিন সাহা, শান্তিময় চক্রবর্তী, পিন্টু ঘোষ, আয়েশা হক শিমু, প্রবীর পাল, দীপক দত্ত ও কেশব জিপসী। বিজয়ীদের আগামী ৯ জুন সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসির রিসার্চ সেলের সভা
পরবর্তী নিবন্ধঅতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন সিএমপির দুই কর্মকর্তাসহ ৪৩ জন