স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গন আয়োজিত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়ে গেল ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের পরিচালক শামসুল হায়দার তুষারের সভাপতিত্বে ও সেলিম আকতার পিয়ালের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগীতশিল্পী মাহাবুবুর রহমান সাগর। বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মো. আয়াজ মাহমুদ, দৈনিক আজাদীর ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম, অটুট বন্দন সংগঠনের সাধারণ সম্পাদক সরোয়ার মনি, আর্য্য সঙ্গীত সমিতির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, আফছার উদ্দীন অলি, ইলিয়াছ ইলু, রকিবুল হাসান সোহেল, ইঞ্জিনিয়ার নুরুল আলম, জসিম উদ্দীন চৌধুরী, মীম চৌধুরী, মাহমুদা জামাল নিশি, রোজি চৌধুরী প্রমুখ।
দ্বিতীয় পর্বে সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সামশুল হায়দার তুষার, গীতা আচার্য্য, ইকবাল পিন্টু, দিদারুল ইসলাম, মাহবুবুর রহমান সাগর, বাউল মোজাহের, এ আর বাবলু, নুসরাত সুমি, শারমীন হোসেন, রিদু চৌধুরী, জাহিদ তানসির, শ্রাবন্তী শুক্লা, নুরে জান্নাত মাহি, মুজিবর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।