স্বরলিপি সাংস্কৃতিক ফোরামের পিঠা উৎসব

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:৩৫ পূর্বাহ্ণ

স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রামের উদ্যোগে গত ২১ জানুয়ারি সংগঠন কার্যালয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মানস শেখরের সভাপতিত্বে প্রথম পর্বে আলোচনা সভায় অতিথি উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কার্তিক বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার মানসী দাস তালুকদার, থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের সভাপতি ডা. তাপস শেখর, বিএফআইডিসি চট্টগ্রামের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার চয়ন কৃষ্ণ দাস, কোডেক বাংলাদেশের সাবেক ডেপুটি ডিরেক্টর নারায়ণ চন্দ্র দাশ এবং হোসাইন রিন্টু। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সরজিত দাশগুপ্ত, হিল্লোল দাশ সুমন, রতন মজুমদার, ডা. উর্মি রায়, রিটন সূত্রধর, তনয় রাজ মজুমদার, অনিন্দিতা শেখর চৈতী ও পিংকী শীল। উপস্থিত ছিলেন দোলন দে,সুমিত্রা শীল স্বপ্না, সোনিয়া দাশ, মুক্তি দাশ লাবণ্য, ভাস্কর দাশগুপ্ত অভি, খোকন দেবনাথ, লাকী বিশ্বাস, রেখা মজুমদার, মাহিকা শেখর মম, সুমেধা দে ইতু, অবন্তিকা শেখর পিউ, সৌরুপা দাশ মায়া, শিবনীল রুদ্র, অনন্যা দে তুলি, অনিন্দ্য শেখর, প্রত্যাশা দাশগুপ্তা, অরিজিৎ শেখর কাব্য ও প্রত্যুষ দাশগুপ্ত। অতিথিবৃন্দ বলেন, শীতকাল আমাদের দেশের একটি প্রিয় ঋতু। পিঠা গুলো শুধু খাবার নয়, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-শিক্ষকদের মাঝে বস্ত্র বিতরণ