স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গন এর ঈদ আড্ডা গত ৯ এপ্রিল বুধবার চেড়াগী পাহাড়স্থ একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের পরিচালক সামসুল হায়দার তুষারের সভাপতিত্বে ও উপদেষ্টা মাহবুবুর রহমান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আবদুর রহিম, জেকব ডায়েস, ইকবাল হায়দার, প্রাবন্ধিক ও লেখক মো. কামাল উদ্দিন, সঙ্গীত শিল্পী রিয়াজ ওয়ায়েজ, চাট্টগাঁইয়া নওজোয়ানের সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল, সাংবাদিক নজরুল ইসলাম, অটুট বন্ধনের সাধারণ সম্পাদক সরোয়ার আলম চৌধুরী মনি, রায়হান উদ্দিন রুবেল, জসিম উদ্দীন চৌধুরী, আর্য্য সঙ্গীত সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. জসিম উদ্দীন, ইলিয়াছ ইলু, নওশের কোরায়েশী, ইঞ্জিনিয়ার নুরুল আলম, উদযাপন কমিটির আহবায়ক মোজাহেরুল ইসলাম, সচিব এ আর বাবলু, জাহিদ তানছির, ফারুক হোসেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সামশুল হায়দার তুষার, মাহবুবুর রহমান সাগর, তপন আশ্চার্য্য, অর্জুন সেন, মৌ মনি, মীম দাশ, মম দাশ, নুসরাত শারমিন সুমি, মো. ইউছুফ, রিদু চৌধুরী, মুজিবুর রহমান, ইকবাল পিন্টু, দিদারুল ইসলাম, ফ্লোরাইস, বাবলা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।