বাবু’র প্রাণ জুড়ে লেগেছে ঢেউ
বৈদেশে যাবার লাগিরে মন
স্বপ্নের মানুষ ছাড়া বুঝে না কেউ
ছাড়িয়ে যাইসনে বুকের ধন।
সুখে দুঃখে যাপনে যুগল জীবন
তবু ভাঙে না প্রাণের হৃদয়
উড়াল দিয়ে যাইসনে বুকের ধন
আঁখির জলে অন্তর হয় ক্ষয়।
হিয়ার বিহনে ক্যামনে দেখি স্বপন
জোদায় থামবে না মোর আঁখিজল
প্রাণ ফেটে তুফান বয় শতখান
করুণ মন বাজিয়ে উঠিল উদ্বেল।
আজি মুখপানে বেদনায় ভরিল প্রাণ
অবুঝ নয়নে জলে ছলছলি
বুক ভরা অভিমান আলোড়িয়া মর্মস্থান
কণ্ঠে যেন উঠিল উছলি।
সুখের স্বপ্নে মূর্ছিত হিয়ার অন্তরে
উড়াল দিবে বৈদেশের পানে
কোমল অঙ্গুলি শিরে বুলাইছে ধীরে
গভীর মগ্নে সুখের কাননে।
সুখের তৃপ্তিতে মোর বিচ্ছেদের অনলে
আকুল চোখে নীরবে শোকে
নিদ্রাহারা নতনেত্রে গণিছে প্রহর জলে
সুধা মাখা প্রিয় আছে বৈদেশে কি সুখে?