স্বপ্নে বোনা দেশ

অপু বড়ুয়া | বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

দেশটা যখন ভালো থাকে

ভালো থাকে গাছরা

ভালো থাকে ঝরনা পাহাড়

রুপোর ইলিশ মাছরা।

দেশটা যখন ভালো থাকে

ভালো থাকে পক্ষি

ভালো থাকে বনের বানর

রয় না কোন ঝক্ষি।

দেশটা যখন ভালো থাকে

ভালো থাকে মাঠটা

ভালো থাকে শাপলা শালুক

উজান গাঁয়ের হাটটা।

লাল সবুজের দেশ আমাদের

সবুজ শ্যামল দৃশ্য

স্বপ্নে বোনা দেশকে আমার

তাকিয়ে দেখে বিশ্ব।

পূর্ববর্তী নিবন্ধদাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির সভা
পরবর্তী নিবন্ধরাত্রি