মানবতার টানে পাশে আনে এই স্লোগানে সুন্দর আগামীর জন্য পথ চলছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। স্বপ্নযাত্রী চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক এবং সংগঠনের উপদেষ্টা ডা. বাবর আলীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। বক্তারা আরো বলেন, মানবসেবা খুব সহজ কিছু নয়। অনেকের বিত্ত থাকলেও চিত্ত নেই। আবার অনেকের চিত্ত থাকলেও বিত্ত নেই। সবকিছু সমন্বয় করে চিত্তবান তরুণরাই দেশসেবা ও সমাজ সেবা ভূমিকা পালন করছে। স্বপ্নযাত্রী ফাউন্ডেশন হাজারো সদস্য দেশ ও দশের সেবায় তাদের জীবনের সেরা সময়টা ব্যয় করছে। স্বপ্নযাত্রী ফুডব্যাংক, অবসর পাঠাগার, বিদ্যাপীঠ, ব্লাডব্যাংক, স্বাবলম্বী প্রজেক্ট ও মৌসুমী সহায়তার মাধ্যমে প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়াচ্ছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। এসময় নব গঠিত চট্টগ্রাম মহানগর শাখার কমিটির সদস্যদের সফলতা কামনা করেন অতিথিবৃন্দ। নগরীর কারিতাস মিলনায়তনে মহানগর শাখার অভিষেক ও সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে ইউসিটি উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহিদ হোসাইন শরীফ বলেন, তরুণ প্রজন্ম ও যুব সমাজ আগামির ভবিষ্যত। তাদের দক্ষ ভাবে দেশ ও সমাজের হাল ধরতে হবে। তাহলে এই দেশ হবে বিশ্বের রুল মডেল।প্রধান আলোচক ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্বপ্নযাত্রীর উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোহাম্মদ ইফতেখার মনির, ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়া, আবু তাহের চৌধুরী, নেছার আহমেদ খান, জাহেদ আলম মুন্না, মো. রুবেল মাহমুদ। বক্তব্য রাখেন সাফায়েত রায়হান শিহাব এবং তালহা রহমান। স্বপ্নযাত্রী পাঠাগারের লোগো উন্মোচন করেন অতিথিবৃন্দ পাশাপাশি ষষ্ঠ বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্টে জয়ের গল্প শোনান সংগঠনের উপদেষ্টা ডা. বাবর আলী। এসময় উনাকে সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। এভারেস্ট বিজয়ী ডা. বাবর আলী বলেন, আমরা কেউ একার পক্ষে কোন কিছু করা সম্ভব নয়, কিন্তু সবাই মিলে চেষ্টা করলে অনেক অসাধ্য সাধন করা যায়। নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করলেই তা এভারেস্ট জয়ের সমান। শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াছ। রিদুয়ান কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি আব্দুল কাদের বাদশা। প্রেস বিজ্ঞপ্তি।