মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালয় স্বপ্নবাগিচা বিদ্যানিকেতন ও অগ্নিবীণা পাঠাগারের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর টাইগারপাস রেলওয়ে কলেনীস্থ স্বপ্নবাগিচা বিদ্যানিকেতন প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। গান, কবিতা আবৃত্তি আর শিশুদের চিত্রাঙ্কনের এই আনন্দ আয়োজনে অংশ নেয় টাইগারপাস রেলওয়ে কলোনীসহ আশপাশের এলাকার দুই শতাধিক শিশু–কিশোর ও অভিভাবকবৃন্দ। সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থী, পাঠাগার সদস্য, স্বরনন্দন প্রমিত বাঙলা চর্চা কেন্দ্রের সদস্যবৃন্দ, রুবেল বিশ্বাস, সুমিত বড়ুয়া ও অমিত বড়ুয়া। স্বপ্নবাগিচা বিদ্যানিকেতনের শিক্ষিকা প্রিয়ম দাশের সঞ্চালনায় আলোচনা সভা পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জাপানের অনারারি কনসাল (সাবেক) নুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেসা চৌধুরী এবং খুলশী থানার উপপরিদর্শক হাফিজুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন অগ্নিবীণা পাঠাগারের সংগঠক সানি চৌধুরী। এসময় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।