স্বপ্নডানার সচেতনতামূলক কর্মসূচি

| বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৮:০৮ পূর্বাহ্ণ

‘নারীবান্ধব নগর চাই’ স্লোগানকে সামনে রেখে সামাজিক সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে ‘নারীকণ্ঠ স্বপ্নডানা’। উন্নয়নমূলক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নারীকণ্ঠ স্বপ্নডানার ‘নারীবান্ধব নগর চাই’ স্লোগানে এক কর্মসূচি হাতে নিয়েছে। নারীকণ্ঠ স্বপ্নডানার সারথীরা সচেতনতামূলক স্টিকার হাতে ঘুরেছে শহরের পথে প্রান্তরে। ‘নারীকণ্ঠ স্বপ্নডানা’র দাবি নগরের বিপণিকেন্দ্র, আদালত ভবন, পার্ক, সড়ক মোড়, বাস টার্মিনাল, রেস্তোরাঁ, সমুদ্রসৈকতসহ সকল পর্যটনকেন্দ্র, বাজার ও যাত্রীছাউনিতে মহিলাদের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ টয়লেট স্থাপন করা। চট্টগ্রামকে একটি আধুনিক নারীবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষে চসিক, সিডিএসহ বিভিন্ন সেবাসংস্থা ও নগরের বিত্তবান মানুষ, সংগঠন ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করা হয়েছে। সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারীকন্ঠ স্বপ্নডানার আহ্বায়ক শাহরিয়ার ফারজানা, যুগ্মআহ্বায়ক আহমেদ মনসুর, হামিদ উদ্দিন, তৃষা দেব, ফাহমিদা সুলতানা, সোলতানা হুরে জান্নাত, তানজিলা আকতার, প্রীতিমা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীকে নির্যাতনের মামলায় ঢাকায় আ. লীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ৪ পা ও ৩ হাতের অদ্ভুত শিশুর জন্ম