দাঁড়িয়ে আছি
একা একলা
আকাশ পানে চেয়ে চেয়ে।
ভাবে ভাবন্ত মন
দুঃখবিহীন গন্তব্যের শেষ কোথায়?
ডুবন্ত মন ডুবে যাই
বারে বারে-
মিথ্যা সুখের মগ্নে।
উড়ন্ত মন উড়তে চাই
ভাসমান মেঘে পাখি হয়ে উড়ে যেতে।
ভাসন্ত মন ভেসে যাই
স্বপ্নীল চিরকুট-
এই মন দরিয়ায়।
ভালোবাসি নিজেকে
স্বপ্ন বুনে যাই
আমি আমার আমিতে।