স্বপ্ন ছিলো স্বপ্ন আছে

করুণা আচার্য | বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

ইচ্ছে করে দেশটা নিয়ে যাই হারিয়ে অনেক দূর

এতো মধুর স্বপ্ন আশা রাঙিয়ে তোলে বাঁশির সুর।

অক্ষত থাক আমার স্বদেশ এই কামনা জনম ভর

যারা ভাঙে বারে বারে তারা কি এই দেশের পর?

আঁকড়ে ধরে দেশের মাটি জীবনটাকে ধন্য কর

দেশের মাটি হবে সবার কবর এবং শ্মশান ঘর।

দুই দিনের জীবনখানা কেন করিস বিষাদ ময়

ছন্দপতন হলে জীবন হবে কি আর বোধদয়?

জ্ঞানবুদ্ধি শিক্ষাদীক্ষা করছো এতো পঠনপাঠন

কবে হবে আসল সুজন কবে হবে সুশীল স্বজন।

এমন মধুর শষ্য শ্যামল দেশ কি আছে বিশ্বজুড়ে?

কেউ কি পাবে না পেয়েছো এমনদেশটি বিশ্বঘুরে?

মাটির কলসি ভেবে যারা ভাঙছো দেশ বারে বারে

ইচ্ছে করে দেশটা লুকাই নীল আকাশের সুদূর পাড়ে।

স্বপ্ন ছিলো স্বপ্ন আছে গড়বো সোনার বাংলাদেশ

যুগে যুগে দেশের মাটি শক্তি সাহস থাকবে বেশ।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধজীবনবোধ