হাটহাজারীর মির্জাপুর মুহুরী বাড়ি নিবাসী প্রধান শিক্ষক (অব.) স্বপন কুমার চৌধুরী (৬২) গতকাল বুধবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যা, ভাই বোন, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় পারিবারিক শ্মশানে তার অন্ত্যেস্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। স্বপন চৌধুরীর মৃত্যুতে হাটহাজারী উপজেলা শিক্ষক সমিতি সংবাদ পত্রে প্রদত্ত এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।