স্বতন্ত্র প্রার্থী মোতালেবের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ৯:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেবের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ছবি যুক্ত ফেস্টুন পোড়ানো ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর সমর্থকরা।

বৃহস্পতিবার বিকেল ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। নৌকা প্রতীকের সমর্থকরা প্রথমে কেরানীহাট হক টাওয়ার প্রাঙ্গণে এসে জমায়েত হয়। পরে ঝাড়ু মিছিল নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট-বান্দরবান রাস্তার মাথায় এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা নৌকার প্রার্থীর বিরোধিতা করায় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি পদ থেকে মোতালেবকে পদত্যাগ করে নির্বাচন করার দাবি জানান। এবং সাতকানিয়ার মাটি থেকে মোতালেবকে উৎখাত করার ঘোষণা দেওয়া হয়।

এসময় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হারেজ মোহাম্মদের সভাপতিত্বে পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফেরদৌস রুবেল, পৌরসভা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কেএম পারভেজ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক জায়েদ খান জয়, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারেক সোহান, রাশেদুল ইসলাম ইমন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রাফসান আনোয়ার, সাবেক সাধারন সম্পাদক ইমতিয়ার ফারুক ইমু প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএমপি মোস্তাফিজকে আদালতে তলব
পরবর্তী নিবন্ধসকল উশৃংখলতার জবাব ব্যালটের মাধ্যমে দেওয়া হবে : এম এ মোতালেব