স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

আজ রাত পোহালেই আগামীকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে গত শুক্রবার দিবাগত রাতে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম উদ্দিন চৌধুরীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। একই দিন রাতে তার দুই সমর্থকের ঘর-বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল চৌধুরীপাড়া ও মির্জাখীল মাঝরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সেলিম উদ্দিন চৌধুরী সাতকানিয়া উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিনের কর্মী-সমর্থকরা গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম উদ্দিন চৌধুরীর বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢুকে লাঠিসোঁটা নিয়ে বাড়ির উঠানের নির্বাচনী অফিস, ঘরের কাঁচের জানালা, সিসি ক্যামেরা ও চেয়ার টেবিল ভাংচুর
করে। তারা চলে যাওয়ার সময় নির্বাচনী পোস্টারগুলো ছিঁড়ে পাশের পুকুরে ফেলে দেয়। এসময় তারা প্রার্থীর গাড়ি চালক মো. সাজ্জাদ হোসেন (২৭) ও কর্মী হারুনুর রশিদকে (৫৫) মারধর করে। এর আগে হামলাকারীরা মির্জাখীলের মাঝরপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরীর সমর্থক মো. সাগর ও সাদ্দাম হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে জানা যায়।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরী জানান, গত শুক্রবার আমি পুরোদিন প্রচার প্রচারণায় ব্যস্ত ছিলাম। নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ করে রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আমার বাড়ির গেটের বাইরে লোকজনের আওয়াজ শুনতে পাই। কিছুক্ষণ পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী গোষ্ঠী অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা হাতে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। তারা ১৫ থেকে ২০ মিনিট তাণ্ডব চালিয়ে আমার নির্বাচনী অফিস, ঘরের জানালা, সিসি ক্যামেরা, চেয়ার টেবিল ও আমার নির্বাচনী পোস্টারগুলো ছিঁড়ে পাশের পুকুরে ফেলে দেন এবং আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী জানান, বিদ্রোহী প্রার্থী সেলিম উদ্দিন ও আমার বাড়ি একই এলাকায়। গত শুক্রবার দুপুরের দিকে তিনি তার একটি নির্বাচনী মিটিংয়ে কোনো কারণ ছাড়াই আমার বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা ও শ্লোগান দিয়েছে। তার এসব কথাবার্তা শুনে নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে সেলিম উদ্দিন চৌধুরীর ঘরের সীমানা প্রাচীরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এই সংবাদ শুনে আমি আমার বাড়ি থেকে বের হয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করে সেখান থেকে বের করে নিয়ে আসি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য মিথ্যা কথা বলে যাচ্ছেন। আমি আমার নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছি। তার প্রচারণা সে চালাচ্ছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, সোনাকানিয়ায় একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ঘরে হামলা হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া ইউপি নির্বাচন কাল
পরবর্তী নিবন্ধমরক্কোয় কুয়ায় পড়া শিশুকে উদ্ধারে চেষ্টা চূড়ান্ত পর্যায়ে