স্বকাল শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন তিন শিশুসাহিত্যিক

| বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ১০:২৩ পূর্বাহ্ণ

স্বকাল শিশুসাহিত্য সংসদ, চট্টগ্রাম স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০২২ ফলাফল ঘোষণা করেছে। বিচারকমণ্ডলীর রায়ে ২০২২ সালে গদ্য শাখায় ‘ফেল করা ছেলেটি’ গল্পগ্রন্থের লেখক এমরান চৌধুরী ও পদ্য শাখায় ‘আজ সারাদিন ছুটি আমার’ কিশোরকাব্য গ্রন্থের লেখক আখতারুল ইসলাম এবং ‘পাখির ডানায় মন’ কিশোরকাব্য বইয়ের লেখক সুবর্ণা দাশ মুনমুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের হাতে তুলে দেয়া হবে।

চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার অর্থাৎ বৃহত্তর চট্টগ্রাম থেকে প্রকাশিত বই ও বৃহত্তর চট্টগ্রামে অবস্থানরত শিশুসাহিত্যিকদের উৎসাহিত করার জন্য স্বকাল শিশুসাহিত্য সংসদ প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে। পুরস্কার প্রদানের তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। গত ১৭ জুলাই এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বকাল শিশুসাহিত্য সংসদের পরিচালক অরুণ শীল। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শিশুসাহিত্যিক ও কবি রাশেদ রউফ, নাট্যকার ও শিশুসাহিত্যিক সনজীব বড়ুয়া, কবি আজিজ রাহমান, কবি আবুল কালাম বেলাল, গল্পকার ইফতেখার মারুফ, কবি অমিত বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের সেবার মান বাড়াতে হবে : পেয়ারুল
পরবর্তী নিবন্ধবাংলাদেশের সাথে কানাডার বাণিজ্য সম্পর্ক আরো বৃদ্ধি পাবে