স্বকাল শিশুসাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানটি শিশুসাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়। গত ১১ আগস্ট চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আলোচকরা গত শতকের সত্তর, আশি ও নব্বই দশকের লেখালেখি নিয়ে আলোকপাত করেন। তাঁরা চট্টগ্রামের ছড়াকার ও শিশুসাহিত্যিকদের সংগঠন রাইমার্স, রাইমস্টার ও স্বকালের প্রতিষ্ঠাকালীন পর্বের স্মৃতিচারণ করেন। কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফের সভাপতিত্বে ও কবি অরুণ শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক নাসের রহমান, প্রাবন্ধিক নেছার আহমদ ও কবি জিন্নাহ চৌধুরী, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, এমরান চৌধুরী, অধ্যাপক সনজীব বড়ুয়া, চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, কবি আবুল কালাম বেলাল, ইফতেখার মারুফ, মিজানুর রহমান শামীম, বাসুদেব খাস্তগীর। স্বাগত বক্তব্য দেন কবি আজিজ রাহমান। পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আহসান মালেক ও দীপক বড়ুয়ার হাতে তুলে দেওয়া হয়, নগদ সম্মানী, অভিনন্দন সনদ ও ক্রেস্ট। পুরস্কারপ্রাপ্তদের পরিচিতি পাঠ করেন প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তী ও আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দি। উত্তরীয় ও অভিনন্দন ব্যাজ পরিয়ে দেন কবি মর্জিনা আখতার ও গল্পকার রুনা তাসমিনা। গান পরিবেশন করেন লোকসংগীত শিল্পী ইকবাল হায়দার। প্রেস বিজ্ঞপ্তি।