স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ বার্সেলোনার মুখোমুখি রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:৪২ অপরাহ্ণ

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হছে রিয়াল মাদ্রিদ। আজ রোববার বাংলাদেশ সময় রাত ১টায় সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সুপার কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫০ গোলে হারিয়ে ফাইনালে উঠে বার্সা। দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল ২১ গোলে হারায় অ্যাথলেটিকো মাদ্রিদকে। গত আসরের ফাইনালে বার্সেলোনার কাছে ৫২ গোলে হারের লজ্জা পেয়েছিল রিয়াল। দুই দলের সামপ্রতিক ফর্ম বিবেচনায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অনেকে এগিয়ে রাখছে বার্সেলোনাকে। শিরোপা লড়াইয়ের আগে রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সোর সংবাদ সম্মেলনে বলেন, ফুটবলে যে কোনো কিছু হতে পারে এবং জয়ের জন্যই প্রস্তুতি নিচ্ছেন তারা। গত মৌসুমে সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালসহ বার্সেলোনার বিপক্ষে চারবার দেখায় সবকটিতে হেরেছিল রিয়াল। এই মৌসুমে অবশ্য প্রথম দেখায় গত অক্টোবরে লা লিগার ম্যাচে ঘরের মাঠে কাতালান দলটিকে ২১ গোলে হারায় ইউরোপের সফলতম ক্লাবটি। ওই হারের পর থেকে দারুণ গতিতে ছুটছে বার্সেলোনা। লা লিগায় জিতেছে পরের ৯ ম্যাচেই। সব প্রতিযোগিতা মিলিয়েও টানা ৯ ম্যাচ জিতেছে হান্সি ফ্লিকের দল। অক্টোবরের ক্লাসিকোর পর দুই দলই খেলেছে ১৪টি করে ম্যাচ। এর ১২টিতে জিতেছে বার্সেলোনা, একটিতে ড্র করেছে এবং হেরেছে একটিতে। অন্যদিকে রেয়াল জিতেছে আটটিতে, ড্র করেছে ও হেরেছে তিনটি করে ম্যাচে। লা লিগায় এক সময়ে ৫ পয়েন্টে এগিয়ে থাকা রিয়াল এখন বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে। সব মিলিয়ে ফাইনালে বার্সেলোনাকেই ভাবা হচ্ছে ফেভারিট। শনিবার সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আলোন্সো বললেন, দলকে নিয়ে আত্মবিশ্বাসী তিনি। ‘এটা ফুটবল। যে কোনো কিছু হতে পারে। আমরা জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা আত্মবিশ্বাসী।’ ওদিকে ধরনের ম্যাচে কেউ ফেভারিট থাকে না বলে মনে করেন বার্সেলোনা কোচ ফ্লিক। ‘না ফেভারিট নেই। আমি টুর্নামেন্টের শুরুতেই বলেছিলাম। দুটি ম্যাচ বাকি ছিল, কিন্তু গুরুত্বপূর্ণটি ছিল সেমিফাইনাল। এখন কেবল একটি ম্যাচ বাকি, ফাইনাল। আমার মতে ফাইনাল সবসময় ভিন্ন, ক্লাসিকোও। সবাই এই ম্যাচটা দেখতে চায়। আমি লোকের কথা শুনি না, কারণ আমার আগ্রহের বিষয় হলো খেলাটা খেলা।’

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় অল নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধমাস্টার্স কাপ ফুটবলে ঢাকা সোনালী অতীত ক্লাব চ্যাম্পিয়ন