স্পেনে গির্জায় যৌন নিপীড়নের শিকার ২ লক্ষাধিক শিশু : তদন্ত প্রতিবেদন

| রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৬:৫৬ পূর্বাহ্ণ

স্পেনের একটি ক্যাথলিক গির্জায় যাজকদের হাতে আনুমানিক দুই লাখের বেশি শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। স্বাধীন একটি কমিশনের তদন্ত প্রতিবেদনে একথা জানানো হয়েছে। স্পেনের ন্যায়পালের নজিরবিহীন এক সরকারি তদন্তে বেরিয়ে এসেছে এমন তথ্য। শুক্রবার স্পেনের পার্লামেন্টে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে নিপীড়নের শিকার হওয়া শিশুদের ওপর বিপর্যকর প্রভাব পড়ার কথা উল্লেখ করা হয়েছে। স্পেনের ন্যায়পাল অ্যাঞ্জেল গ্যাভিলোন্দো শিশু নিপীড়নের ঘটনায় ব্যবস্থা না নেওয়া, নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়া এবং অস্বীকার করার জন্য গির্জার সমালোচনা করেছেন। খবর বিডিনিউজের।

গির্জা চুপ থাকার কারণেই এমন নিপীড়নের ঘটনা ঘটা সম্ভব হয়েছে, বলেন তিনি। বিবিসি জানিয়েছে, স্পেনের কংগ্রেস গতবছর গির্জায় যৌননিপীড়নের ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দেয়। ৭০০ পাতার এই তদন্ত প্রতিবেদনে জরিপ চালিয়ে এর ফল প্রকাশ করা হয়েছে। তদন্ত কমিশন ৮ লাখ মানুষের ওপর জরিপ চালায়। এতে দেখা গেছে, নমুনা হিসাবে নেওয়া দেশের প্রাপ্তবয়স্ক মানুষদের শূন্য দশমিক ৬ শতাংশই শৈশবে গির্জায় যাজকের হাতে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়েছেন।

গির্জার আওতাধীনে পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করে নিপীড়নের অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার পর দেখা যায়, এ হার আরও বেড়েছে। ১ দশমিক ১৩ শতাংশ মানুষ (৪ লাখের বেশি) বলেছে, গির্জা ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে যৌন নিপীড়নের শিকার হয়েছে তারা।

স্পেনের ন্যায়পাল অ্যাঞ্জেল গ্যাভিলোন্দো জানান, প্রতিবেদনে ৪৮৭ জন ভুক্তভোগীর বক্তব্যও নেওয়া হয়, যারা যৌন নিপীড়নের ফলে দেখা দেওয়া নানা মানসিক সমস্যারও শিকার হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবারানসিতে শুটিং শুরু শাকিবের ‘দরদ’ এর
পরবর্তী নিবন্ধইসরায়েল-হামাস সংঘাত যুদ্ধবিরতির প্রস্তাবে ভোট দেয়নি ভারত, হতবাক প্রিয়াঙ্কা গান্ধী