স্পেনকে রুখে দিল পোল্যান্ড

| সোমবার , ২১ জুন, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

স্পেনকে রুখে দিয়ে মূল্যবান একটি পয়েন্ট তুলে নিয়েছে পোল্যান্ড। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শনিবার রাতের ম্যাচ স্পেন-পোল্যান্ড ১-১ গোলে ড্র হয়। আলভারো মোরাতার গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক স্পেন। দ্বিতীয়ার্ধে তাদের হয়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জেরার্দ মরেনো। ওদিকে সহজ সুযোগ নষ্টের পর চমৎকার গোল করেন রবের্ত লেভানদোভস্কি। ২৫তম মিনিটে এগিয়ে যায় স্পেন। মরেনোর পাসে ছয় গজ বক্সের মুখে প্রথম ছোঁয়ায় ডান পায়ের শটে বল জালে পাঠান মোরাতা। ৫৪তম মিনিটে লেভানদোভস্কির দারুণ গোলে সমতায় ফেরে পোল্যান্ড। ডান দিক থেকে সতীর্থের ক্রসে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। পরক্ষণেই লিড পুনরুদ্ধারের সুযোগ পান মরেনো। কিন্তু স্পট কিকে বল পোস্টে মারেন তিনি। ফিরতি বল লক্ষ্যে রাখতে পারেননি মোরাতা।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী-বাঁশখালী, আনোয়ারা-বোয়ালখালীর জয়
পরবর্তী নিবন্ধভারতে এক নারীকে ৫ মিনিটের ব্যবধানে দুই কোম্পানির টিকা