বাংলাদেশের বিপক্ষে দিনের শেষ বলে উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। যা নিয়ে আফসোস করেছেন দলটির ব্যাটিং কোচ গ্যারি উইলসন। তবে বাংলাদেশি বোলারদেরও কৃতিত্ব দিতে ভুলেননি তিনি। প্রশংসায় ভাসিয়েছেন টাইগার স্পিনারদের। সংবাদ সম্মেলনে উইলসন বলেন, ‘আমার মনে হয় তারা ঠিকমতো বল করে গেছে। দিনের শেষ ভাগে উইকেট স্পিন করেছে বেশি। মিরাজ দারুণভাবে নিয়ন্ত্রণ রেখে বল করে গেছে। দারুণভাবে আক্রমণ করেছে। বাজে বল করেনি তেমন। মেহেদী হাসান মিরাজ দারুণ ছিল।’ সিলেটের উইকেট, কন্ডিশন নিয়ে উইলসন বলেন, ‘আসলে এটা বেশ ভালো গ্রাউন্ড। এখানে টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ানডে ক্রিকেটও খেলা হয়েছে আগে। সব মিলিয়ে বেশ ভালো অভিজ্ঞতা। আগে এখানে পেস এবং বাউন্স দেখা গেছে। তবে আমি মনে করি এটা বেশ ভালো উইকেট। দেখা যাক কাল আরও কত রান তুলতে পারি আমরা।’












