স্পিকারের দায়িত্ব-ক্ষমতা পেলেন আসিফ নজরুল

| মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

অধ্যাদেশে সংসদ অধিবেশনের কার্যক্রম পরিচালনা ছাড়া স্পিকারের সব দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়া হয়েছে উপদেষ্টাকে। সংসদ সচিবালয় পরিচালনার ক্ষেত্রে স্পিকারের প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা পেলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। খবর বিডিনিউজের।

গতকাল সোমবার অন্তর্বর্তী সরকারের সংসদ বিষয়ক উপদেষ্টাকে এ দায়িত্ব দিয়ে জারি এ অধ্যাদেশে বলা হয়েছে, সংসদ অধিবেশনের কার্যক্রম পরিচালনা ছাড়া স্পিকারের সব দায়িত্ব পালনের ক্ষমতা থাকবে উপদেষ্টার। বর্তমানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আসিফ নজরুল। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এ অধ্যাদেশ বহাল থাকবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ৩১ অক্টোবরের বৈঠকে আইন উপদেষ্টাকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। সোমবার তা গেজেট আকারে প্রকাশ করা হল। ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরদিন ৬ অগাস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছি : ফখরুল
পরবর্তী নিবন্ধকিডনি রোগী কল্যাণ সংস্থার তহবিলে ১ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর