সেবামূলক সংগঠন ‘স্পন্দন’ এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও নারী সমাবেশ গত ১ জানুয়ারি প্রাণহরি একাডেমি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রাধা রানী দেবী মুজিববর্ষ উপলক্ষে চিকিৎসা ক্যাম্প ও নারী সমাবেশের আয়োজন করেন। চিকিৎসা ক্যাম্পে স্থানীয় অসহায় ও সাধারণ মানুষের মাঝে প্রায় ৫০০ জন মহিলাকে বিনামূল্যে চিকিৎসা সেবা, করোনার সচেতনতায় মাস্ক বিতরণ ও ঔষধ প্রদান করা হয়।
এতে অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা এরশাদুল আমিন, পুত্র ফয়সাল আমিন। উপস্থিত ছিলেন শেখ আব্দুল মান্নান, শওকত ইকবাল জীবন, মইনুল হক রাসেল, মানিক চন্দ্র নাথ, সোনিয়া, মাজহারুল জামশেদ, হোসেন আলভিরাজ, মুক্তিযোদ্ধার সন্তান সজীব দেবনাথ, ইকবাল চৌধুরী, রিপন চৌধুরী, শরীফুল আলম সুমন, মো. আশরাফ, বিভিন্ন স্কুলের শিক্ষিকা উম্মে হাবিবা, খালেদা খানম, রাশেদা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।