স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক

| বুধবার , ২১ মে, ২০২৫ at ৭:৪২ পূর্বাহ্ণ

দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। নিরাপত্তা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। বৈঠকে সভাপতিত্ব করেন মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। খবর বিডিনিউজের।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউজজামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ছুরিকাঘাতে প্রাণ হারালেন জামায়াত নেতা, ঘাতক আটক
পরবর্তী নিবন্ধচবি চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে স্থানান্তর শুরু