দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর হওয়ার পর পরই তাদের রেখে যাওয়া মন্ত্রণালয়গুলোর দায়িত্ব অন্যান্য উপদেষ্টার মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। আদিলুর রহমান খানকে নতুন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সৈয়দা রিজওয়ানা হাসান তথ্য ও সম্প্রচারের অতিরিক্ত দায়িত্বে এসেছেন এবং আসিফ নজরুল বাড়তি দায়িত্ব হিসেবে সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।
গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন তফসিল ঘোষণার পর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন প্রকাশ করে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টার মাঝে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনবণ্টন করেছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম বুধবার পদত্যাগ করেন। আগের দিনই জানানো হয়েছিল, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে। আসিফ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সরকারে আসা মাহফুজ পরে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হন।
তাদের পদত্যাগের মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে এসব মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়েছিল। পরে প্রধান উপদেষ্টা এসব মন্ত্রণালয়ের দায়িত্ব তিন উপদেষ্টাদের দিয়েছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়। অন্তর্বর্তী সরকারের শুরু থেকে উপদেষ্টার দায়িত্বে ছিলেন আদিলুর রহমান, আসিফ নজরুল ও সৈয়দা রিজওয়ানা হাসান। আদিলুর গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে পালন করছিলেন। রিজওয়ানা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অপরদিকে আইন ও বিচার বিভাগের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ নজরুল।












