রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহতের প্রতিবাদে টেকনাফে মিছিল করেছে স্থানীয়রা।
এ সময় সন্দেহভাজন দুস্কৃতকারীদের কয়েকটি ঘর ভাঙচুর করে মিছিলকারীরা। আজ শুক্রবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটা হতে সাড়ে তিনটার সময় জাদিমুড়া এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ক্যাম্প সংলগ্ন মসজিদ ও টেকনাফ-কক্সবাজার সড়কে শতাধিক স্থানীয় যুবক জড়ো হয়ে এ প্রতিবাদ মিছিল করে। পরে এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজার ১৬ এপিবিএন সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, রোহিঙ্গা ক্যাম্প নং-২৭ (জাদিমুড়া)-এর সি ব্লকের ন্যাচার পার্ক নামক স্থানে গতকাল ২২ এপ্রিল রাত সাড়ে সাতটার দিকে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ হোসেন নিহত হন।
উক্ত ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজের পর আড়াইটার সময় হৃীলা জাদিমুড়া বাজার সংলগ্ন মসজিদের সামনে হতে একটি মিছিল বাহির করে প্রতিবাদকারীরা।
মিছিলটি টেকনাফ-কক্সবাজার সড়কের কিছু জায়গা অতিক্রম করে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের দিকে অগ্রসর হয়।
সি ব্লকে পৌছে কিছু স্থানীয় ক্ষিপ্ত হয়ে সন্দেহভাজন দুস্কৃতকারীদের ৪/৫টি ঘর ভাঙচুর করে।
উপস্থিত এপিবিএন অফিসার ও ফোর্স মিছিলকারীদের সি ব্লক হতে জাদিমুড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে আসে।
বেলা সাড়ে তিনটার দিকে মিছিলটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।