স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় স্বামীকে ১ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট–৫ এর বিচারক মোহতাসিম বিল্লাহ এ রায় ঘোষণা করেছেন। এসময় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এস এম হেলাল কাঠগড়ায় হাজির ছিলেন না। পলাতক থাকায় তার বিরুদ্ধে পরোয়ানা ইস্যু করা হয়েছে। হেলাল চন্দনাইশ থানার হাশিমপুর খলিপা পাড়া এলাকার হাজী ছৈয়দ মৌলানা রফিক আহম্মদের ছেলে।
আদালতসূত্র জানায়, ২০০২ সালে ১২ অক্টোবর এস এম হেলালের সাথে নগরীর বন্দরের মুনির নগরের জান্নাতুল ফেরদৌসের সাথে বিবাহ হয়। এর কিছুদিন পর থেকেই জান্নাতুলের উপর যৌতুকের টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করা হয়। একপর্যায়ে জান্নাতুল পিতার ঘর থেকে ২ লাখ টাকা এনে তাকে দেন। এরপর আবারও তিন লাখ টাকার জন্য তার উপর নির্যাতন করা হয়। সর্বশেষ ২০২২ সালের ১২ ডিসেম্বর ৩ লাখ টাকা এনে দিলে বললে জান্নাতুল অপারগতা প্রকাশ করলে ফের তাকে মারধর করা হয়।
এ ঘটনায় জান্নাতুল প্রথমে লিগ্যাল এইডে অভিযোগ করেন। পরে লিগ্যাল এইডের আইনজীবীর মাধ্যমে চট্টগ্রাম আদালতে ২০২৩ সালের ৯ এপ্রিল তিনি স্বামী হেলালের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করেন। আদালতসূত্র আরো জানা যায়, আদালত তখন মামলাটি সরাসরি আমলে নেন। এরপর গত বছরের ১৩ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন। তিনজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক উক্ত রায় ঘোষণা করেছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের লিগ্যাল এইডের আইনজীবী আশরাফি বিনতে মোতালেব।