নগরীর খুলশীতে প্রাইভেট কার ও পনেরো লক্ষ টাকা যৌতুকের দাবিতে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা স্ত্রী আনিসার মামলায় স্বামী নেজাম উদ্দিনকে জামিন দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালতে ওই আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রনি কুমার দে গতকাল আজাদীকে বলেন, পনেরো লক্ষ টাকা ও প্রাইভেট কার যৌতুকের দাবিতে বাদিনীকে মারধর করায় নারী ও শিশু নির্যাতন আইনে (সংশোধন), ২০১৩ সালের ৯(গ)/৩০ ধারার অপরাধে স্বামীকে আসামি করে নারী ও শিশু ট্রাইবুন্যাল-৬ আদালতে একটি মামলা দায়ের করা হয়। এসময় আদালত মামলাটি এফআইআর হিসেবে নেয়ার জন্য সংশ্লিষ্ট খুলশী থানাকে নির্দেশ দেন। পরে খুলশী থানা মামলাটি (৬(৯)২০ইং) এফআইআর হিসেবে গ্রহণ করে। ওই মামলায় বুধবার আসামিপক্ষ আত্মসমর্পনপূর্বক জামিন আবেদন করলে আদালত পরে ২ হাজার টাকা বন্ডে আসামির জামিন মঞ্জুর করেন।