স্ত্রীর পরকীয়া থেকেই খুন

যুবককে হত্যার কথা স্বীকার করলেন গ্রেপ্তার জাহেদুল হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও জুতা উদ্ধার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

নগরীর আতুরার ডিপো সঙ্গীত আবাসিক এলাকায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে যুবককে নৃশংসভাবে হত্যায় অভিযুক্ত মোহাম্মদ জাহেদুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা এবং ভিকটিমের জুতা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নিহত মো. হাসিবুল ইসলাম (২৬) পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো জাঙ্গালপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি নগরের ২ নম্বর গেট এলাকার একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। তিনি ব্যবসায়ী মো. ইমরান বিন ইসলামের ছোট ভাই।

পুলিশ জানায়, প্রায় চারপাঁচ মাস আগে হাসিবুলের পরিচয় হয় প্রীতি তানহা (২৪) নামে এক নারীর সঙ্গে। ফেসবুকের মাধ্যমে শুরু হওয়া সম্পর্ক এক পর্যায়ে প্রেমে রূপ নেয়। বিষয়টি জানতে পারেন তানহার স্বামী জাহেদুল ইসলাম। তিনি পরে হাসিবুলকে একাধিকবার ফোনে হুমকি দেন। এর মধ্যে হাসিবুল ইসলাম এবং প্রবাসী জাহিদুলের স্ত্রী তানহা পালিয়ে গিয়ে বিয়ে করেন। প্রীতি তানহা তার স্বামীকে প্রবাসে তালাকনামাও পাঠান। বিষয়টি জানতে পেরে জাহেদুল গত সপ্তাহে দেশে আসেন। কয়েকদিন ধরে তিনি নানাভাবে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করে সফল হননি। হাসিবুলকেও নানা উপায়ে বোঝানোর চেষ্টা করেন।

শেষ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে জাহেদুল ইসলাম ৩ নভেম্বর দুপুরে চা খাওয়ার কথা বলে কৌশলে হাসিবুলকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে সঙ্গীত আবাসিক এলাকার মন্নান সাহেবের বাড়ির সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি কোমর থেকে ধারালো ছোরা বের করে হাসিবুলের বুকে, পিঠে ও গলায় আঘাত করে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় হাসিবুল মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত হাসিবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই ইমরান বিন ইসলাম গত সোমবার রাতে বাদী হয়ে পাঁচলাইশ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এদিকে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি ও গুপ্তচরের সহায়তায় অভিযান চালিয়ে সোমবার দিনগত রাত ২টা ২০ মিনিটে চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় এলাকা থেকে জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জাহেদের দেখানো মতে ঘটনাস্থলের পাশের একটি নালা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও নিহত হাসিবুলের স্যান্ডেল উদ্ধার করা হয়।

পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেন, হত্যাকাণ্ডের পর জাহেদুল আত্মগোপনে চলে গিয়েছিলেন। দ্রুত আসামিকে শনাক্ত করে গভীর রাতে চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী আমলে জলবায়ু প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি
পরবর্তী নিবন্ধ৩০০ আসনে এনসিপির প্রার্থী দেওয়ার ঘোষণা নাহিদের