সীতাকুণ্ড পৌর সদরের প্রেমতলা এলাকায় স্ত্রী জ্যোতি সূত্রধর (২০)কে ছুরিকাঘাতে হত্যার সাতদিনের মাথায় ছুরিকাহত স্বামী অভি ধরের (২৮) মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। নিহত অভির বাড়ি বাঁশখালী উপজেলায়। সে নগরীর একটি স্বর্ণের দোকানের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৭ অক্টোবর স্ত্রীকে হত্যার পর নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভি। ঘটনার পর তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর গত ২৮ অক্টোবর নিহত জ্যোতির বাবা রাম চন্দ্র সূত্রধর বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অভি ধরকে আসামি করেছিলেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, দুই বছর আগে জ্যোতিকে ভালোবেসে বিয়ে করেন অভি। প্রথম দিকে উভয়ের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। ফলে ওই দম্পতি চট্টগ্রাম নগরীর একটি বাসা ভাড়া নিয়ে সংসার করছিলেন। সমপ্রতি অভি মাদকাসক্ত হয়ে পড়ায় তাদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়। জ্যোতি তার বাবার বাড়ি সীতাকুণ্ড চলে যান। অভি তাকে ফিরিয়ে নিয়ে সংসার করার চেষ্টা করেন। গত ২৭ অক্টোবর রাতে জ্যোতিদের বাড়িতে গিয়ে তার মায়ের সামনে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেন অভি। পরে নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভি।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত সাত দিন ধরে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভি। গত মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।