নগরীর ডবলমুরিং থানাধীন মৌলভীবাজার এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মো. সজিব নামের ওই যুবক ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দক্ষিণছড়ির আব্দুর রাজ্জাকের ছেলে। গতকাল চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এই রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন। রায়ের সময় মো. সজিব কাঠগড়ায় হাজির ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়। আদালতসূত্র জানায়, ২০১৬ সালের ৫ অক্টোবর ভাড়া বাসায় স্ত্রী সোহানা আক্তারকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মো. সজিব পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা আব্দুল কুদ্দুস বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে দোষ স্বীকার করে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এ ঘটনায় পরের বছর ২০১৭ সালের ২৮ জানুয়ারি মো. সজিবের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরই ধারাবাহিকতায় একই বছরের ২২ আগস্ট তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।