নগরীর খুলশী থানার নারী নির্যাতনের একটি মামলায় চকবাজার থানার কনস্টেবল (কম্পিউটার অপারেটর) শহিদুল ইসলাম তুহিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি কুমিল্লার মুরাদনগরের সরকার বাড়ির মৃত আবদুল হান্না মিয়ার ছেলে। গতকাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের আদালত এ আদেশ দেন।
নগর পুলিশের প্রসিকিউশন শাখার সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। সূত্র জানায়, গত ২১ আগস্ট কনস্টেবল তুহিনের বিরুদ্ধে মামলাটি করেন তার স্ত্রী দিলরুবা হোসেন তিথি।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ২০০৮ সালে তুহিনের সাথে তার বিয়ে হয়। প্রায় রাতে বাসায় ফিরে খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে সে তাকে মারধর করে আসছে। এছাড়া গত এক বছর ধরে অন্য একজন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে তুহিন। এছাড়া সম্প্রতি তুহিন তার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। তা না দেয়ায় নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় গত ২০ আগস্ট দিলরুবাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।












